সোমবার ২৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৫ মে ২০২৪ ১৮ : ৫৫Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরে চুঁচুড়া থার্ড গ্রাউন্ড উপচে পড়ে মানুষের ভিড়ে। সভা শেষ হয় দুপুর সোয়া তিনটে নাগাদ। সভা থেকে বাড়ি ফেরার পথে হটাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। মৃতের নাম স্বপন মাঝি(৪৮)। বাড়ি পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমবাটি এলাকায়। এদিন মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন পুরুষোত্তমবাটি গ্রামের তৃণমূল কর্মী স্বপন মাঝি। সভা শেষে একজনের সঙ্গে স্কুটারে চেপে বাড়ি ফিরছিলেন। রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পরেন তিনি। তড়িঘড়ি তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার হাসপাতালে যান। মৃত কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে তাঁর বাড়িতেও যান বিধায়ক। তিনি জানিয়েছেন, মাস ছয়েক আগে একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন স্বপন। দলের প্রতি তার অগাধ ভালোবাসা। তাই এদিন মুখ্যমন্ত্রীর সভায় এসেছিলেন। সভা শেষে বাড়ি ফেরার পথেই মৃত্যু হয়েছে স্বপনের।